জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণ করেছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্যাটেন্টে তৈরি ‘কোভিশিল্ড’ ব্র্যান্ডের ভ্যাকসিন দেশব্যাপী জনসাধারণ পর্যায়ে প্রয়োগ শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে যুক্ত হয়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।