প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে।’
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি৷ যার ফলে সুপ্রিম কোর্টের সকল রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রুপান্তরিত হচ্ছে৷ রূপান্তর কাজ শেষ হলে আমরা আরো গুছিয়ে নেব৷’
তিনি আরও বলেন, ‘অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে৷ এজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি৷ সেটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে৷’