জীবন মানে কি? _______!!!
যদিও প্রশ্নটার রেশ কিন্তু, মর্ম কিংবা সার্থকতা তার চাইতেও বেশ!
মাঝি মাল্লা দুয়ের গাড়ির, কারো অাছে বাড়ি কারো অাছে গাড়ি। পথিকের কাছে হতে পারে পথ পাড়ি।ছাএের কাছে হতে পারে অঠেল রেজাল্ট অার ভুঁড়ি-ভুঁড়ি চাকরী কিংবা টাকা কুঁড়ি!
দিন এনে দিন খাওয়া অথবা ক্ষুদার অার্ত্মনাদে হাহাকারের কাছে জীবনের মানেটা খাবার।
সমাজ চিএে যার অাছে অঠেল তার চাই হরেক!
পূর্নে হয় পন্য! যার কাছে যাতে অাসে মর্ম সহজ কথায় যার কাছে যেটার মর্ম।
অামি-অামরা, জীবনের কোন না কোন এক সময় এই প্রশ্নটার সম্মূখীন হতে হয়েছে কিংবা হবেন! এমন কি আমার ও আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে কি মনে হয়- জীবন মানে কি?
জীবন মানে কি?
জীবন নদীর পাড়ে দাঁড়িয়ে নাই যদি থাকে জানা “জীবন মানে কি?তবে কে বলে জীবন তারে,এতো রাতের অাঁধারে পথ পাড়ি দেবার রূপ কথার গল্প ”
জীবন সম্পর্কে একেক জনের চিন্তা-ভাবনা, অভিব্যক্তি একেক রকম।এমনকি ধ্যান-ধারনাও ভিন্ন!
যেমনটা অাপনার বেলায় ঠিক অামার বেলাতেও!
আমার জন্যও ব্যতিক্রম কিছুনা।
আমার কাছে জীবনের মানেটা কিছুটা ঠিক এইরকম-
“”জীবন মানে যুদ্ধ, যদি লড়তে যেতে পাড়ি। জীবন মানে সংগ্রাম, যদি করতে পাড়ি, আসলে এটি দৃষ্টি ভঙ্গির ব্যাপার । তবে জীবনে আপনাকে টিকে থাকতে হলে সংগ্রাম করতে হবে ।এখন আপনার ব্যাপার আপনি টিকে থাাকতে চান কি চান না। যদি টিকে থাকতে চান তাহলে জীবন মানে সংগ্রাম আর টিকে থাকতে না চাইলে জীবন মানে আরাম আর অারাম! দুয়ের অধিক এ হয় আয়েশ!
জীবন মানে কি?
যদিও সহজ কথা হিসেবে মনে হয়।
তবুও সরলতার মাঝে জটিলতা লোকায়িত!
অাবেগী ছেলে-মেয়ের কাছে প্রেমই জীবন!
মানুষ এসব প্রেম ভালোবাসা নিয়ে পরে থাকার এত সময় পায় কোথায়? কোন ছেলে ছ্যাঁক দিলো, কোন মেয়ে কার সাথে ফোনে কথা বললো, ব্রেকআপটা কি কারণে হয়ে গেলো, এসব নিয়ে পরে থাকার সময় আছে?
দুনিয়াটাই তো এখনো ঠিকমত দেখা হলো না !
জীবন মানে খেলা, যদি খেলতে পারি। জীবন মানে স্বপ্ন, যদি গড়তে পারি। জীবন মানে স্তব্ধতা, যদি বলতে না পারি। জীবন মানে জীবন, যদি বুঝতে পারি।
এক কথায় বলতে গেলে জীবন মানে একটা স্বপ্ন রচনা করা, অার এই স্বপ্নটাকে অবলম্বন করে সময়ের স্রতে ভেসে চলতে পারা,
অবশেষে সম্ভব হলে সৎ কর্মকান্ডের মাধ্যমে সে স্বপ্নকে কল্পনার পৃথিবী থেকে বাস্তবের পৃথিবীতে রূপ দেয়া।
“এই সহজ কথাটিকে অনেকে অামরা জটিল করে ফেলি, অার ঠিক ঐ সময়েই দেখা দেয় তাল-তমাল এ দর্শা!”
জানিনে কিভাবে গাঁথে মালা তবে মনে জাগ্রে স্বাদ গাঁথিব মালা পরিব শেষবেলা!
খুব কমসংখ্যক কমলোকই শত বিপযর্য়তা কে জয় করতে পেরেছে।
অার এই জয়ের হাঁসি -হাঁসা লোকজনই জীবনের পরিপূর্ণতা খুঁজে পেতে সক্ষম হয়েছে।
অার যখন নাকি অামরা তাদের দিকে চক্ষু চিএে দৃষ্টি রাখি ঠিক তখনই অামাদিগ সকলে একটা হিংসা জন্মায়!
“অামি অামার ভাষায় এটাকে বলে থাকি এক প্রকার কিট এর অনিবর্তিত সে জনের মনে যিনি করিল হিংসা ঐ ক্ষনে!”
জীবন মানে,কেউ সফল কেউ বা নাহি পাইল শেষ ফল তাহাকে বলি বিফল!
সুফল-বিফল দুয়ের নাহি হই বল!
তাই’ত জীবন মানে সফল,সফল অার সফল! কেউ নাহি চাই বিফল।
অামি, তুমি সর্বজনে জানিলাম! বুঝিলাম! তবে,শেষফল কাহারো নাহি হইল বল! সমাজ-কর্ম-ধর্মে কেহ নাহি চাই বিফলতার পাল্লায় চরে কর গমন ঐ সুদূরেরও প্রানে।
তবে, হ্যাঁ! লড়তে পারা অার গড়তে পারার মাঝে একদা শোক নিহীত থাকে।
যে পারিল গড়তে ভোঁজন ঐ জীবন গড়ে জ্বালতে বাতি সেজনই হল সফল।
জীবন মানে কি?
যদিও সহজ কথা হিসেবে মনে হয়।
তবুও সরলতার মাঝে জটিলতা লোকায়িত!
আমার কাছে জীবনের সংজ্ঞা মানে অবজারভ করা।
_______কারণ জীবনের সংজ্ঞা না জানলে ভালো থাকার সংজ্ঞা জানাও সম্ভব নয় !
জীবনের প্রতি পদে-পদে জীবনের মানে লোকায়িত!