প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের জমিসহ ঘর উপহার দিতে অনুদান দিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড।
রোববার ব্যাংকটির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে তার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
পদ্মা ব্যাংকের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেক হস্তান্তরের এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ আশ্রয়ণে প্রকল্প-২ এ ১১৩ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)।