1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিশ্ব ইজতেমা থেকে রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব

শামীম আহমেদ জিতু : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

বিশ্ব ইজতেমা থেকে বাংলাদেশ প্রতিবছর কতো টাকা আয় করে? এটি যেহেতু হজের পর দ্বিতীয় বৃহত্তম ইসলাম ধর্মীয় সমাগম হিসেবে বিবেচনা করা হয়, এটি থেকে সরকারের উল্লেখযোগ্য আয়ের সংকুলান করা দরকার। উল্লেখ্য সৌদি আরব হজ আয়োজন করে বর্তমানে প্রতিবছর ১৫০ বিলিয়ন আমেরিকান ডলার আয় করে। ২০৩০ সালে তাদের পরিকল্পনা এই আয় ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা। বিশ্ব ইজতেমাকে বহুমুখী করতে হবে। একদিকে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি করবে, সাথে সাথে এটিকে সৌদি আরবের মতো প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্র হিসেবে তৈরি করা যেতে পারে।

এই বিষয়ে সরকারের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের প্রস্তাব করি। তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ইজতেমাকে বিশ্বব্যাপী মুসলমানদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। বছরে দুই-চারদিন জ্যাম এখনও হয়, তখনও হবে, কিন্তু সেটা দেশের উন্নতিও করবে, ধার্মিকদের আত্মাকেও শান্তি দিবে। সবার উপযোগী একটা শান্তিপূর্ণ, উচ্চ আয়ের রাষ্ট্রের দিকে এগিয়ে যাবার সব সুযোগ বেছে নিতে হবে। আমেরিকা, সৌদি আরব দুই বন্ধু রাষ্ট্রই এক্ষেত্রে আমাদের আদর্শ হতে পারে।

লেখক : শামীম আহমেদ জিতু – জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট 


সর্বশেষ - রাজনীতি