1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেল জিতলেন এবাদত

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন জিতলেন উইজডেনের বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেলের পুরস্কার। যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকীতে তার নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মুঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসের বোলিং নির্বাচিত হয়েছে।

ডানহাতি পেসার এবাদত ২০২২ সালের জানুয়ারিতে কিউইদের বিপক্ষে বিধ্বংসী এক বোলিং স্পেল উপহার দিয়েছিলেন। সে সময় তিনি ৪৬ রান দিয়ে শিকার করেছিলেন ৬টি উইকেট। এটিই উইজডেনের ২০২২ সালের ‘স্পেল অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে।

এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতে বাংলাদেশ। তার বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে উইজডেন বেশ বড় একটি প্রতিবেদন লিখেছে।

সাদা পোশাকে একবারই ৫ উইকেট পেয়েছেন এবাদত। ২৯ বছর বয়সী পেসারের ওই স্পেল এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা। ওই টেস্টে ম্যাচ সেরাও হয়েছিলেন।


সর্বশেষ - রাজনীতি