1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

তিস্তার অল্প জলে বড়শিতে ধরা পড়ল ২০ কেজির বোয়াল

লালমনিরহাট জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজের উজানে এক জেলের বড়শিতে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (৯ জানুয়ারি) তিস্তা নদীতে জেলের বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দোয়ানী সাধুর বাজারে নিয়ে এলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে।

জানা গেছে, এ মৌসুমে তিস্তা এখন শুকিয়ে খাঁ খাঁ। কোথাও তিস্তা নদীতে হাঁটু পানি, আবার কোথাও পানি নেই। তিস্তা ব্যারেজ এলাকায় পানির গভীরতা বেশি থাকায় জেলের জালে ধরা পড়ছে ছোট বড় রুই, কাতলা, বৈরালী, বোয়াল, বাঘাইড়, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ।

জেলে সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির দাম প্রতি কেজির এক হাজার ৬০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনেন।

তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী বলেন, ভোরে কয়েকজন জেলে ব্যারেজের উজানে গিয়ে ২০ কেজি ওজনের মাছটি ধরেন।

তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দার বাবু মিয়া বলেন, বর্তমানে তিস্তার পানি খুবই কম। দিন দিন তিস্তার পানি কমে যাচ্ছে। এই পানিতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছটি বাজারে নিয়ে এলে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী তা কিনেন।


সর্বশেষ - রাজনীতি