‘আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কবরস্থানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করে দেবো’—এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।
কথা রেখেছেন তিনি। তালম ইউনিয়নের রোকনপুর কবরস্থানে যাতায়াতের রাস্তার কাজ শুরু হয়েছে। গ্রামের লোকজনের সঙ্গে রাস্তা তৈরির কাজে অংশ নিয়েছেন চেয়ারম্যান নিজে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আব্দুল খালেক। বুধবার (১৯ জানুয়ারি) সকালে রোকনপুর কবরস্থানে যাতায়াতের রাস্তার কাজ শুরু হয়।
তালম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, ‘নির্বাচনের আগে ওই গ্রামের লোকজন কবরস্থানের রাস্তা নির্মাণ করে দেওয়ার দাবি করেন। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচিত হওয়ার পর রাস্তা করে দিয়েছি।’