খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশের ছয় জেলায় সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে চট্টগ্রাম ও রাজশাহীর সমাবেশে নিজেদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে রাজশাহী পুঠিয়া উপজেলার শিবপুর স্কুলমাঠে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চানের সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ শুরুর একপর্যায়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। এ সময় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতে মঞ্চের দিকে জুতা স্যান্ডেল ছুড়ে মারে বিএনপি নেতাকর্মীরা।
চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্ণফুলীতে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রমুখ বত্তৃদ্ধতা করেন।
সভা শুরুর পর থেকে নেতাকর্মীর ভারে সভামঞ্চ দুলতে থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বত্তৃদ্ধতা করার সময় ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতাকর্মী সভামঞ্চে উঠে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে মঞ্চটি ভেঙে পড়ে।
এরপর নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায় নেতাকর্মীরা। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।