মো: দবিরুল ইসলাম/ পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলার সদর উপজেলার ১০ নং গড়িনাবাড়ী ইউনিয়নের সাদরপাড়া গ্রামের অটো চালক মো: সপিকুল ইসলামের স্কুল পড়ুয়া ছেলে মো: ওসমান আলী( ১১) ৭ জানুয়ারী সন্ধা ৬.৩০ ঘটিকার সময় সাদরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি খালি মহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে ।
প্রতেক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড়ের ধাক্কামারার মো: বাচ্চুর মহেন্দ্রটি মাটি পরিবহন কাজে নিয়োজিত ছিল । ওসমান সহ আরো ২/৩ জন ছেলে খালি গাড়িতে যাওয়ার সময় অসাবধানতা বসত ওসমান আলী গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওসমান আলী হয়। মহেন্দ্র গাড়িটির ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।
মৃত ওসমান আলীর বাবা অটো চালক মো: সপিকুল ইসলাম ও তার মা তাদের আদরের সন্তানকে হারিয়ে পাগলের মত হয়ে গেছে।